মহিউদ্দিন মোল্লা।।
মফিজুল ইসলাম। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী। তিনি চাকরি করলেও ২৫ বছর ধরে বেতন পান না। বেতন না পেয়ে স্ত্রী ও চার সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
এ নিয়ে প্রায় দুই যুগ ধরে বিভিন্ন দফতরে ঘুরেও কোনো সমাধান খুঁজে পাননি।
মফিজুল ইসলাম জানান, তার পৈতৃক বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকায়। ছোটবেলায় তার বাবা রাজশাহী এলাকায় চলে যান। সেখানে ১৯৯০ সালে মফিজুল ইসলাম জেলা প্রশাসকের কার্যালয়ে চতুর্থ শ্রেণির চাকরি পান। চার বছর ১১ মাস চাকরি করার পর ১৯৯৪ সালের শেষদিকে কুমিল্লায় বদলির আবেদন করেন। কুমিল্লায় আসার পর চার মাস বেতন পান। ১৯৯৫ সাল থেকে তার বেতন বন্ধ।
রাজশাহী থেকে তার সার্ভিস বুক পাঠানো হয়নি বলে বেতন দেওয়া হচ্ছে না। কয়েকবার তিনি রাজশাহী গেলেও তাকে বলা হয় কাগজপত্র পাঠিয়ে দিবে। কিন্তু পাঠানো হচ্ছে না।
এ নিয়ে কুমিল্লার সাবেক জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর স্যারসহ চেষ্টা করেছিলেন। কিন্তু কোনো কাজ হয়নি।
অফিসের কাজের সঙ্গে বাইরে টুকটাক কাজ করে পরিবার চালান। থাকেন নগরীতে এক আত্মীয়ের বাসায়। খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। তিনি তার বেতন চালুর দাবি জানান।
কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীদের সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, মফিজুল ইসলাম অনেক বছর ধরে বেতন পাচ্ছেন না। এতে তার পরিবার মানবেতর জীবনযাপন করছে।
কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, মফিজুল ইসলামের বিষয়টি খোঁজ নিয়ে দেখব। তার সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।