মারুফ কল্প।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় আসন্ন ইউপি নির্বাচন কে সামনে রেখে ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়।
শুক্রবার (৭ জানুয়ারী) প্রার্থীদের নাম প্রকাশ করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।
বুড়িচং উপজেলার ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের চুড়ান্ত প্রার্থীরা হলেন- রাজাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ মোস্তফা, বাকশীমূল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল করিম, বুড়িচং সদর ইউনিয়নে মোঃ জয়নাল আবেদীন, ষোলনল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পীরযাত্রাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন, মোকাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফজলুল হক মুন্সি, ভারেল্লা উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান রব, ভারেল্লা ইউনিয়নের নাছির উদ্দিন ভূইয়া।
উল্লেখিত তালিকায় ২ জন ছাড়া বাকী সকলেই বতর্মান চেয়ারম্যান পদে আছেন।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রæয়ারী বুড়িচং উপজেলার ৯ ইউনিয়নে ভোট গ্রহণ হবে। তফসিল অনুযায়ী ১২ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়ন যাচাই-বাছাই হবে ১৫ জানুয়ারি। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি।
বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, নির্বাচন বিষয়ে সকল প্রস্তুতি নেয়া হচ্ছে, ইতোমধ্যে ৯ ইউনিয়নের ১০৩ কেন্দ্রে ভোট গ্রহনের জন্য প্রস্তুত করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচন করার লক্ষে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে বৈঠক হয়েছে।