নিজস্ব প্রতিবেদক।।
তিন মাসের বেশি সময় ধরে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকার পর সারা দেশেই বাড়ছে শনাক্তের সংখ্যা। রোববার দেশব্যাপী ১২ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে এক হাজার নয়শত দুই জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। সারা দেশের ন্যায় করোনা চোখ রাঙ্গাছে কুমিল্লায়ও। জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ২ শতাংশ।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২ জুলাই বিকেল থেকে ৩জুলাই বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
করোনা আক্রান্তের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ২৪জন, সদর দক্ষিণে ৭জন,দেবিদ্বারে ২ জন,লাকসামে ১১জন,হোমনায় ২ জন এবং মনোহরগঞ্জ উপজেলায় ২ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় করোনা হতে সুস্থ হয়েছেন ১০জন। এদিনে কুমিল্লায় করোনায় কোনো মৃত্যু নেই।
কুমিল্লায় এই পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন তেতাল্লিশ হাজার দুইশত আটান্ন জন, করোনায় মারা গেছেন নয়শত একাশি জন।