স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল।
কালিরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এড. হোসেনের আরা বেগম বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আহাম্মদ নিয়াজ পাবেল,উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইব্রাহিম খলিল, কালিরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সেকান্দর আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মো.ইউনুস।
এসময় অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম, কালিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোরশেদ শাহীন শাকিল, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফরহাদ হোসেন, কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি সাংবাদিক এম এইচ মনির, ধনুয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি মামুনুর রশীদ, আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শামীম মীর্জা, ধনুয়াখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি চিত্ত রঞ্জন দাশ সহ ইউনিয়নের ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনায়েতুল হুদা রাসেল এবং আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজওয়ানা পারভীন।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বঙ্গবন্ধু কাপে কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন ও কালিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় দল রানারআপ হয়। এছাড়া বঙ্গমাতা ফুটবলে ধনুয়াখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় টিম চ্যাম্পিয়ন এবং ধনুয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় দল রানারআপ হয়। চ্যাম্পিয়ন দুইটি দল উপজেলা পর্যায়ে অংশ গ্রহণ করবে।