মো.জাকির হোসেন।
জাতীয়করণের এক দফা দাবিতে কুমিল্লার বুড়িচংয়ে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষকরা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বুড়িচং প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন উপজেলার সব শিক্ষক-শিক্ষিকারা।
মানববন্ধনে অধ্যাপক মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন খাড়াতাইয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, সাধকপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল, বুড়িচং মডেলের একাডেমির প্রধান শিক্ষক মোঃ কবির হোসাইন,পূর্ণমতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ কাউসার শাহীন, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর, শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ভরাসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, লড়িবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, কোরপাই ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান,কালি নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খন্দকার উম্মে সালমা,মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মমিনুর রহমান বুলবুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক।