স্টাফ রিপোর্টার।।
আগামী দশ দিনের মধ্যে কুমিল্লায় শুরু হচ্ছে ৬ জেলার করোনাভাইরাস পরীক্ষা। ইতিমধ্যে করোনাভাইরাস পরীক্ষাযন্ত্র রিয়েল টাইম পলিমার চেইন রিএ্যাকশান (আর টি পি সি আর) মেশিন কুমিল্লা মেডিকেল কলেজে এসে পৌঁছেছে। আগামী দুই তিনদিনের মধ্যেই মেশিনটি কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপন করা হবে। এর পরপরই এ কাজে নিয়োজিত টেকনেশিয়ানদের প্রশিক্ষনের পর করোনাভাইরাসের সোয়াব পরীক্ষা শুরু হবে। মেশিনটি কোথায়, কিভাবে স্থাপন করা হবে আমাদেরকে ঘুরে দেখিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ।কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোস্তফা কামাল আজাদ জানান, এটি স্থাপন হলে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ছয় জেলার দেড় কোটি মানুষের করোনাভাইরাস পরীক্ষা নিশ্চিত হবে।
(বিঃদ্রঃ-আমাদের পোর্টাল থেকে নিউজ কপি করবেন না, আমাদের নিউজ কপি করে যে সমস্ত পোর্টালে প্রকাশ করছেন, সবাইকে তদারকি করা হচ্ছে। যে নিউজটি কপি করছেন সেটার স্ক্রিনশটও রাখা হচ্ছে। কপি করা বন্ধ না করলে আপনার নিউজ পোর্টালের নাম এবং স্ক্রিনশটসহ প্রকাশ করা হবে)