মেঘনায় ইউএনও অফিসে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ করে বিএনপি নেতাকর্মীরা

মোঃ জাহাঙ্গীর আলম, মেঘনা।
কুমিল্লার মেঘনা উপজেলায় মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অবরুদ্ধ করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকআবদুল বাতেনসহ অন্যান্য ইউপি সদস্যরা অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে শুনানি করার জন্য ইউএনও কার্যালয়ে আগেই তারিখ নির্ধারিত ছিল। সেই শুনানি চলাকালে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ওই সময় উপজেলা সদরে অবস্থান করছিলেন। তারা জানতে পারেন যে যুবলীগ নেতা জাকির হোসেন ইউএনও অফিসে রয়েছেন। খবর পেয়ে বিক্ষুব্ধ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নেন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে ইউপি চেয়ারম্যান ও তাঁর সহযোগীরা দ্রুত কার্যালয় ত্যাগ করেন।

এ বিষয়ে বিএনপির কয়েকজন স্থানীয় নেতা বলেন, “সারাদেশে আওয়ামী ফ্যাসিস্টরা নাশকতা চালাচ্ছে। আমরা জনগণকে রক্ষা করতে মাঠে আছি। কিন্তু উপজেলা প্রশাসন আজ কেন হঠাৎ এই শুনানি করল তা নিয়েও প্রশ্ন আছে। প্রশাসন যদি নিরপেক্ষ থাকত, তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না।”

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আক্তার বলেন, “এটি ছিল নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী শুনানি অনুষ্ঠিত হচ্ছিল। এতে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নয়।”