স্টাফ রিপোর্টার :
কুমিল্লা নগরীর ছোটরা এলাকায় অবস্থিত মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে বিদ্যালয়ের গণিত শিক্ষক মোজাম্মেল হককে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। তবে সম্প্রতি হাইকোর্ট অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হকের পক্ষে রায় দিলে তিনি আবার বিদ্যালয়ে যোগদান করতে মরিয়া হয়ে উঠেছেন। যদিও হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে শীঘ্রই আপীল করবে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা যায়, ২০১৯ সালের ১৭ জানুয়ারী অষ্টম শ্রেণির এক ছাত্রী বই পরিবর্তনের জন্য শিক্ষক মোজাম্মেল হকের কাছে যায়। ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত শিক্ষক তাকে বইয়ের গোডাউনে নিয়ে দরজা বন্ধ করে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন। ছাত্রীটি কোনোমতে পালিয়ে এসে বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানায়। পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রী ও তার বাবা-মা প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
এই অভিযোগের ভিত্তিতে বিদ্যালয় পরিচালনা কমিটি শিক্ষক মোজাম্মেল হককে সাময়িক বরখাস্ত করে এবং একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির রিপোর্টে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। যদিও তিনি লিখিতভাবে ঘটনার জন্য অনুতপ্ত হয়ে অঙ্গীকার করে বলেন, তিনি ৩/৪ মাসের মধ্যে স্বেচ্ছায় শিক্ষকতা পেশা ছেড়ে দেবেন। তবুও তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এবং তার লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় কমিটি তাঁকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এই বহিষ্কারের সিদ্ধান্ত কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আপীল ও আরবিটেশন বোর্ডে পাঠানো হলে সেখানেও তা গৃহীত হয়।
এর আগে তিনি এই বিদ্যালয়ে যোগদানের পূর্বে ব্রাহ্মণপাড়া থানাধীন সিদলাইয়ের নাজনীন উচ্চ বিদ্যালয়েও ছাত্রীকে যৌন হয়রানির দায়ে তিনি অবসর নিতে বাধ্য হন। এমনকি ২০১৬ সালেও মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের একাধিক ছাত্রীর উপর যৌন হয়রানির অভিযোগ উঠলে কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টিতে হস্তক্ষেপ করলে তৎকালীন প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হকের মুচলেকা নিয়ে বিষয়টি ধামাচাপা দিয়েছিলেন।
বর্তমানে এই শিক্ষকের বিদ্যালয়ে পুন:যোগদানের জন্য প্রধান শিক্ষক সহায়তা করছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ের প্রধান শিক্ষক ওরাসিরুল হাসান বলেন, আমি ওনাকে যোগদান করতে সহযোগিতা করছি এগুলো মিথ্যা কথা। এটা শুনে খারাপ লাগলো।
বহিষ্কৃত মোজাম্মেল হক বর্তমানে আইনি প্রক্রিয়া ব্যবহার করে আবারও মালেকা মমতাজ উচ্চ বিদ্যালয়ে যোগদানের পাঁয়তারা করছেন বলে জানা গেছে।
মোজাম্মেল হকের পূনরায় বিদ্যালয়ে যোগদানের পায়তারার বিষয়ে বিদ্যালয়ের নিয়োজিত আইনজীবী রফিকুল ইসলাম হোসাইনী জানান, বর্তমানে স্কুলের ম্যানেজিং কমিটি বিলুপ্ত হওয়ায় একজন অতিরিক্ত জেলা প্রশাসক সভাপতির দায়িত্ব নেন। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক ওরাসিরুল হাসানের অসহযোগিতার কারণে তিনি আইনি বিষয়ে বিদ্যালয়ের বর্তমান সভাপতি মহোদয়ের সাথে এ বিষয়ে মিটিং করে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না, যা অভিযুক্ত শিক্ষকের পুনঃযোগদানের পথ সুগম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীদের আপত্তির মুখে উক্ত রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে শীঘ্রই আপীল করা হবে।
রিট করার পর বিদ্যালয় কেন কোন ব্যবস্থা নেয়নি জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, আমি এতোকিছু জানিনা। আমি নিয়মতান্ত্রিকভাবে যেটা করা দরকার সেটা করতেছি। আমার কাছে কোন ফাইল পত্র নেই। তৎকালীন যে দায়িত্বে ছিল উনি কোন ফাইল দিয়ে যায়নি। আমি আইনের ব্যাপারে বলতে পারবো না। কমিটির সিদ্ধান্তে নিয়মানুসারে আপিল করার জন্য কাগজপত্র রেডি করা হয়েছে। ওই সময় আমি ছিলাম না আমি যোগদান করেছি ২০২৩ সালে।
যৌন হয়রানির অভিযোগে বহিষ্কৃত একজন শিক্ষককে নতুন করে আবার বিদ্যালয়ে দেখতে চান না শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। এক্ষেত্রে অভিভাবকরা তাদের মেয়েদের নিরাপত্তা শঙ্কা করছেন। তারা বলেন, এই শিক্ষক আবার এই বিদ্যালয়ে যোগ দিলে নতুন করে আবার এসব ঘটনা ঘটবে। আমরা এই শিক্ষককে বিদ্যালয়ে চাই না।
নাজমুন নাহার নামক একজন অভিভাবক বলেন, আমি আমার মেয়েকে সেখানে পড়তে দিব, যেখানে পড়তে দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। কিন্তু মোজাম্মেল স্যার যদি এই স্কুলে আবার যোগদান করে তাহলে আমি আমার মেয়ের নিরাপত্তা নিয়ে ভয়ে থাকবো। আমরা সব সময়ই বিদ্যালয়ে একটি নিরাপদ পরিবেশ চাই৷
উল্লেখ্য, মোজাম্মেল হক আওয়ামী রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তবে ৫ই আগস্টের পর তিনি বিএনপি নেতাকর্মীদের সাথে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ রয়েছে।