চৌদ্দগ্রামে আমন মৌসুমের ধান সংগ্রহের উদ্বোধন

চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে সরকারিভাবে ২০২৫-২৬ আমন মৌসুমের ধান সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাছিনা মমতাজ, উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন, কৃষক মোঃ ওমর ফারুক, আবু বক্কর, হায়াত আলী, কাজী আখতার হোসেন, দিদারুল আলম প্রমুখ।
উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, সরকার চলতি বছর আমন ধান প্রতি কেজি ৩৪ টাকা, সিদ্ধা চাউল ৫০ টাকা, আতপ চাউল ৪৯ টাকা কেজি দরে সংগ্রহ করবে। চলতি মৌসুমে চৌদ্দগ্রাম উপজেলায় আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৫৩ মেট্রিক টন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন বলেন, কোনো প্রকার প্রায়োরিটি ছাড়া সরকার নির্ধারিত মূল্যে ১৫৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এই লক্ষ্যমাত্রা যদি দ্রুতই পূরণ হয়, তাহলে সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে সংগ্রহের ক্ষেত্রে আরো বরাদ্ধ দিবে।