বিএনপি প্রার্থী আবুল কালামের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

কুমিল্লা প্রতিনিধি  :

কুমিল্লা ৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের উদ্যোগেবিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে জুমার নামাজের পর মনোহরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় কুমিল্লা -৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটোয়ারীসহ অন্যান্য নেতাকর্মী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়।