‎ব্রাহ্মণপাড়ায় প্রথম বারের মতো ওশান অলিম্পিয়াড মেধাবৃত্তি পরীক্ষা ও পুরষ্কার বিতরণ

গাজী রুবেল।।
সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রথম বারের মতো ওশান অলিম্পিয়াড মেধাবৃত্তি পরীক্ষা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল এর আয়োজনে স্কুল ক্যাম্পাসে বিভিন্ন স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহনে ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে। এক উৎসবের আমেজ তৈরী হয়।

ad

উক্ত ওশান অলিম্পিয়াডে প্রায় ৮’শত শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। এতে মেধাবৃত্তি পরীক্ষায় সাফল্যে অর্জনকারী প্রথম ৫ জনকে ক্রেস্ট ও অর্থ পুরষ্কার এবং পরবর্তী ১০ জনকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও ওশান অলিম্পয়াডের আহবায়ক মহসিন সরকার এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ আল-আমিন, সহকারী শিক্ষক যথাক্রমে মাজহারুল ইসলাম, হুমায়ুন কবির, রফিকুল ইসলামসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রথম বারের মতো এই অলিম্পিয়াড প্রতিযোগীতা অনুষ্ঠিত হওয়ায় অভিভাবকরা খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।