হালিম সৈকত।।
কুমিল্লার তিতাসে এসোসিয়েশন অব কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মাছিমপুর আর আর ইনস্টিটিউশনে অনুষ্ঠিত পরীক্ষার বিষয় ছিলো বাংলা,ইংরেজি ও গণিত।বোর্ড বইয়ের আলোকে অনুষ্ঠিত পরীক্ষাটি ২০০৫ সাল থেকে প্রতি বছর বিরতিহীনভাবে চলছে।

২০২৫ সালে নার্সারী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবছর পরীক্ষায় মোট ছাত্র-ছাত্রী হচ্ছে ৬৭৫ জন। তিতাস,হোমনা ও মুরাদনগর উপজেলার মোট ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান এবছর পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
ট্যালেন্টপুলে বৃত্তি ও সাধারণ গ্রেডে বৃত্তি দুটি ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়। ট্যালেন্টপুলে মোট ১০ জন ও সাধারণ গ্রেডে আনুপাতিক হারে বৃত্তি দেওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ।

এসময় সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন
এসোসিয়েশন অব কুমিল্লা কিন্ডারগার্টেনের সভাপতি ও বাতাকান্দি ইউনিক কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ
মনির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, ইউনিক কিন্ডারগার্টেনের সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সুমন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন হোমনা শ্রীপুর শিশু শিক্ষা নিকেতনের প্রধান মোঃ আল আমিন।