দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সোমবার বিকাল ৪ টায় জামায়াতের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদকে সাথে নিয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা রাকিবুল ইসলামের নিকট ওই মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেবিদ্বার উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ককরী মোঃ জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান মাসুদ ও এডভোকেট ওবায়দুর রহমান প্রমুখ।
এর আগে রোববার রাতে এ আসনে জামায়াত-এনসিপির আসন সমঝোতা হওয়ায় হাসনাত আবদুল্লাহকে সর্মথন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন জামায়াতের মনোনীত প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ।