খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মুরাদনগরে কায়কোবাদের দোয়ার আয়োজন

স্টাফ রিপোর্টার।।
আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মুরাদনগরের সকল মাদ্রাসা মসজিদে বেগম খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়ার আয়োজনের আহবান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পরপরই তিনি বিএনপি নেতা কর্মীদের তার নির্বাচনী আসন কুমিল্লা (৩) মুরাদনগরের সকল মাদ্রাসা এবং মসজিদে খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় পবিত্র কুরআনের খতম ও দোয়ার আয়োজন করার আহবান জানান।

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন- বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গনতন্ত্র রক্ষায় জিয়া পরিবারই সবচেয়ে বেশি ত্যাগ শিকার করেছে। দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন শহীদ জিয়াউর রহমান। আর তার স্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। এদেশের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের ঐক্যের প্রতীক ছিলেন খালেদা জিয়া। দেশের সংকটময় মুহূর্তেও জনগণ ও দেশকে ছেড়ে যাননি। জালিমের বিরুদ্ধে লড়েছেন এবং দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগের দাবির মূল নায়ক ছিলেন খালেদা জিয়া। মহান আল্লাহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক।