খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইতে স্বাক্ষর করলেন আবুল কালাম

নিজস্ব প্রতিবেদক :

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইতে স্বাক্ষর করেছেন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক, কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে শোকবইতে স্বাক্ষর করেন তিনি।

এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবহিতে স্বাক্ষর করেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম।

এসময় আবুল কালাম বলেন, বেগম খালেদা জিয়া কতটা জননন্দিত নেতা ছিলেন আজ সেটা প্রমাণিত। বেগম জিয়ার মৃত্যুতে সারাদেশের মানুষ আজ শোকাহত। জাতি আজ এমন একজনকে হারিয়েছে যিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। সারাবিশ্বে বেগম জিয়ার মৃত্যুর খবরে শোক ছড়িয়েছে। আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে হারিয়ে গভীর শোকহত। মহান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমীন।