ডেস্ক রিপোর্ট।।
করোনা রোগীদের সেবা করার জন্য স্বাস্থ্য অধিদফতরে আবেদন করে এক চিকিৎসক স্বেচ্ছায় করোনা হটস্পট নারায়ণগঞ্জে বদলি হয়েছেন। বদলি হওয়া ডা. মশিউর রহমান সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার দোবিলা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে সহকারী সার্জন হিসেবে কর্মরত ছিলেন।
ডা. মশিউর রহমান করোনা মহামারীতে দেশের অন্যতম করোনা হটস্পট নারায়ণগঞ্জ/ঢাকা/গাজীপুরে স্বেচ্ছায় কাজ করার অভিপ্রায় ব্যক্ত করে স্বাস্থ্য অধিদফতর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আবেদন করেন। ডা. মশিউর রহমানের আবেদনের প্রেক্ষিতে অধিদফতর তাকে ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জের করোনা ডেডিকেটেড হাসপাতালে পদায়ন করে।
উল্লেখ্য, ডা. মশিউর রহমানের নানা একাত্তরের একজন বীর মুক্তিযোদ্ধা, বীরউত্তম খেতাব প্রাপ্ত। বিজিবি পিলখানা সদর দফতরের নিউ মার্কটের সংলগ্ন ৩ নং গেটের নাম তার নানা হাবিবুর রহমানের নামে রাখা হয়। নানার আদর্শে উজ্জীবিত হয়ে তিনি করোনা যুদ্ধে অংশ গ্রহন করছেন বলে জানিয়েছেন ডাঃ মশিউর রহমান।