শাহীন চৌধুরী,দাউদকান্দি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ভ্রাম্যমাণ করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ বুথ চালু করা হয়েছে।
রবিবার দাউদকান্দি যারিফ আলী স্মৃতি পার্কের সামনে থেকে দেশের প্রথম ভ্রাম্যমাণ করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ বুথের কার্যক্রম উদ্বোধন করা হয় । মালদ্বীপ ইয়েস বাংলা সমিতির চেয়ারম্যান মোকলেছ আকন্দের অর্থায়নে দাউদকান্দি উপজেলা প্রশাসনের সার্বিক সহোযোগিতায় ও মেজর (অবঃ) মোহাম্মদ আলীর তদারকিতে কার্যক্রমটি বাস্তবায়িত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীনুর আলম সুমন বলেন, ভ্রামমাণ করোনা স্যাম্পল বুথের মাধ্যমে দাউদকান্দি উপজেলার জনবহুল প্রতিটি স্থানে ঘুরে ঘুরে এবং হটলাইনে ফোন কলের মাধ্যমে করোনা উপসর্গ বহনকারীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার মাধ্যমে ফলাফল জানা যাবে।
এই বিষয়ে মেজর মোহাম্মদ আলী বলেন, করোনা ভাইরাস বাংলাদেশ বিস্তারের প্রথম থেকেই অব্যাহত ভাবে জনসচেতনতা ও প্রতিরোধ কার্যক্রম করে যাচ্ছি। ভবিষ্যতে যেন এর বিস্তার ব্যাপক আকার ধারণ করতে না পারে তাই ভ্রামমাণ করোনা স্যাম্পল বুথ চালু করা হয়েছে। কারো যদি করোনা উপসর্গ থাকে, সে হাসপাতালে আসতে আসতে আরো অনেকের মাঝে এটি ছড়াতে পার। তাই সকলের সেবায় এই গাড়িটি উপজেলার সর্বত্র ঘুরে বেড়াবে। যাদের মধ্যে উপসর্গ আছে কিংবা কেউ করোনা পরীক্ষা করাতে চান, তারা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর মাধ্যমে স্যাম্পল দিতে পারবেন।
ভ্রামমাণ করোনা স্যাম্পল বুথের সংশ্লিষ্ট দায়িত্বে থাকা সোহল রানা বলেন, হটলাইনে ফোন কলের ভিত্তিতে দাউদকান্দি উপজেলার যেকোন স্থানে করোনা উপসর্গের স্যাম্পল সংগ্রহ করা হবে।