স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সিটি করপোরেশনে ২৩জনসহ কুমিল্লায় আজ নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬২ জনের। আজ রিপোর্ট এসেছে ২৯৫টি নমুনার। আজ নমুনা প্রেরণ করা হয়েছে ২১২টি। সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯হাজার ১৩৪জনের। এখন পর্যন্ত ফল এসেছে ১৮হাজার ১৩৭টি নমুনার। সিটি করপোরেশন ছাড়াও করোনায় আক্রান্ত অন্যদের মধ্যে রয়েছেন আদর্শ সদর উপজেলার ২জন, বরুড়ার ৩জন, সদর দক্ষিণের ২জন, লাকসামের ৩জন, নাঙ্গলকোটের ২জন, লালমাইয়ের ১জন, চান্দিনার ১৩জন, মনোহরগঞ্জের ২জন, হোমনার ২জন, তিতাসের ১জন, দাউদকান্দির ২জন ও দেবিদ্বারের ৬জন। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩হাজার ৫৬২জনের। আজ নতুন করে কুমিল্লা সিটি করপোরেশনে ৪৫ ও নাঙ্গলকোটে ১৫জনসহ মোট সুস্থ হয়েছেন ৭৯ জন। আজ নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। করোনায় আত্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ১০০জন মারা যান।
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।