স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনো বাড়ছে। পাশাপাশি আক্রান্তদের মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে উঠছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে আরও ৪৭ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৬ জন, আদর্শ সদর ২, নাঙ্গলকোট ৭, হোমনা ১, বুড়িচং ৩, চৌদ্দগ্রাম ৩, বরুড়া ৩, লালমাই ১, চান্দিনা ৪, মনোহরগঞ্জ ১, লাকসাম ৭, দেবিদ্বার ৩ ও মেঘনার ৬ জন রয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা এখন ৫ হাজার ৭৭ জন।
এদিকে, করোনা আক্রান্তদের মধ্যে জেলায় নতুন করে সুস্থ হয়েছেন ৪৬ জন। আর এখন জেলায় মোট করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৯৬ জন। এর মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন নগরীতে ৩৪ জন, নাঙ্গলকোটে ৮ জন ও দেবিদ্বারে ৪ জন।
এছাড়া করোনার আক্রান্ত হয়ে কুমিল্লায় সর্বমোট ১৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে জেলার চান্দিনার একজন নতুন করে মারা গেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৫ টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, বৃহস্পতিবার পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪ হাজার ১৫১ জনের। আর নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট পাওয়া গেছে ২৪ হাজার ২৮ জনের। এর মধ্যে ৫ হাজার ৭৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।