নিউজ ডেস্ক।।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যাপক পদে সুপারিশ না করলে বিভাগে করোনা ছড়িয়ে দেওয়া হবে বলে চেয়ারম্যানকে হুমকি দিয়েছেন ড. মো. নাজমুল হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জৈব-প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক।
হুমকির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেছেন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন। রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব ওই শিক্ষককে অবহিতকরণের জন্য চিঠি দেন, যা সম্প্রতি এই প্রতিবেদকের হাতে পৌঁছেছে।
তবে করোনা ছড়িয়ে দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত ড. মো. নাজমুল হাসান। তিনি বলেন, ‘করোনা ছড়িয়ে দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।’