স্টাফ রিপোর্টার।।
জাতীয় নিরাপদ সড়ক দিবসকে কেন্দ্র করে লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা-নোয়াখালি আঞ্চলিক মহাসড়কের লালমাই, বিজয়পুর সহ বেশ কয়েকটি এলাকায় লিফলেট বিতরণ করেন হাইওয়ে পুলিশের সদস্যরা। এছাড়া পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ফুটওভার ব্রিজ ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করা ও বাসস্ট্যান্ডে চালকদের নিরাপদে গাড়ি চালাতে পরামর্শ দেন তারা।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশের যানজট নিরসন ও দুর্ঘটনা প্রতিরোধে এসব সচেতনতামূলক কার্যক্রম কে সাধুবাদ জানিয়েছে সাধারণ জনগণ।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জিয়াউল চৌধুরী জানান, কুমিল্লা রিজিয়ন এর পুলিশ সুপার নজরুল ইসলাম স্যারের নির্দেশে জাতীয় নিরাপদ সড়ক দিবসকে কেন্দ্র করে মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালক ও হেলপারদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ, মাইকিং করা হয়েছে। পাশাপাশি ফুটপাত হকারমুক্ত করা, ফুটওভার ব্রিজ ব্যবহার করতে জনসাধারণকে উদ্বুদ্ধ করা ও যানজট নিরসনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।