মাহফুজ নান্টু।।
আজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২১-২০২২ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন। নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভানা রয়েছে। নির্বাচনকে সামনে ফোনে, ফেসবুকে ভোট ও দোয়া কামনা করেছেন।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, এ বছর নির্বাচনে ১৭টি পদে তিনটি প্যানেলে ৫৩ জন প্রার্থী লড়াই করছেন। মোট ভোটার রয়েছেন ১ হাজার ৮৩ জন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত কুমিল্লা জেলা সম্মিলিত আইনজীবী পরিষদ মনোনীত “আহসান-জাহাঙ্গীর” পরিষদের (আ’লীগপন্থী) প্রার্থীরা হলেন- সভাপতি পদে অ্যাড. আহছান উল্লাহ খন্দকার, সহসভাপতি পদে অ্যাড. মো. নুরুল ইসলাম-২ ও অ্যাড. মো. শাহ আলম-১, সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. খন্দকার মারুফ, ট্রেজারার পদে অ্যাড. মো. আমির হোসেন খান, লাইব্রেরি সেক্রেটারি পদে অ্যাড. হালিমা বেগম, এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্নিচার সেক্রেটারি পদে অ্যাড. নবেন্দু বিকাশ দোলন, সহকারী এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্নিচার সেক্রেটারি পদে অ্যাড. তাহমিনা মুজাহিদ ও রিক্রিয়েশন, কালচারাল এফেয়ার্স এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি পদে অ্যাড. শাহাব উদ্দিন, এবং মেম্বার অব দি ম্যানেজিং কমিটির সদস্য প্রার্থী অ্যাড. মো. কামাল হোসেন (মির্জা কামাল), অ্যাড. কৌশিক সরকার, অ্যাড. মোহাম্মদ আব্দুল হান্নান, অ্যাড. মোহাম্মদ আবু কাউছার, অ্যাড. মোতাহার হোসেন চৌধুরী, অ্যাড. মো. সাইফুর রহমান ও অ্যাড. তাহমিনা বেগম।
এদিকে আ’লীগ পন্থী বিদ্রোহী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা, সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ “ফারুক-মিজান” পরিষদের প্রার্থীরা হলেন- সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. গোলাম ফারুক, সহসভাপতি পদে অ্যাড. রতন কুমার দাস ও অ্যাড. শামীমা আক্তার চৌধুরী, সাধারণ সম্পাদক পদে অ্যাড. মোহাম্মদ নূরুর আবছার মিজান, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. জাফর উল্লাহ ভূঁইয়া, ট্রেজারার পদে অ্যাড. এ, এস, এম রফিকুল ইসলাম, লাইব্রেরি সেক্রেটারি পদে অ্যাড. মোশারফ হোসেন টিটু, এনরোলম্যান্ট অব অ্যাডভোকেটস্ এন্ড ফার্নিচার সেক্রেটারি পদে অ্যাড. সেহাবুল ইসলাম দিপু, সহকারী এনরোলম্যান্ট অব অ্যাডভোকেটস্ এন্ড ফার্নিচার সেক্রেটারি পদে অ্যাড. সুবীর নন্দী বাবু ও রিক্রিয়েশান, কালচারাল এফেয়ার্স এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি পদে অ্যাড. মো. খাইরুল এনাম পটু, এবং মেম্বার অব দি ম্যানেজিং কমিটির সদস্য প্রার্থী অ্যাড. মো. এনামুল হক (কাজল), অ্যাড. মো. আনোয়ারুল হক, অ্যাড. মো. জলিল আহমেদ, অ্যাড. কাজী ফয়সাল আহাম্মদ খান (উল্লাস), অ্যাড. মানিক চন্দ্র ভৌমিক, অ্যাড. মো. মবিনুল হক ও অ্যাড. মকবুল হোসেন।
অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুমিল্লা ইউনিট মনোনীত (বিএনপিপন্থী) প্রার্থীরা হলেন- সভাপতি পদে অ্যাড. মো. শরীফুল ইসলাম, সহসভাপতি পদে অ্যাড. আব্দুল বারী ও অ্যাড. ছিদ্দিকুর রহমান (৩), সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো. সহিদ উল্লাহ্, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. আল-মাহমুদ সাগর, ট্রেজারার পদে অ্যাড. মো. ইফতেখার হোসেন, লাইব্রেরি সেক্রেটারি পদে অ্যাড. মো. তারিকুল ইসলাম মজুমদার (তারেক), এনরোলম্যান্ট অব অ্যাডভোকেটস্ এন্ড ফার্নিচার সেক্রেটারি পদে অ্যাড. আবদুস সবুর, সহকারী এনরোলম্যান্ট অব অ্যাডভোকেটস্ এন্ড ফার্নিচার সেক্রেটারি পদে অ্যাড. মো. সাইফুর রহমান সায়েম ও রিক্রিয়েশান, কালচারাল এফেয়ার্স এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি পদে অ্যাড. মো. মোহাম্মদ বিল্লাল হোসাইন ভূঁইয়া এবং মেম্বার অব দি ম্যানেজিং কমিটির সদস্য প্রার্থী অ্যাড. মো. এ, কে, এম হাছানুল হক, অ্যাড. এ.এস.এম সাইফুল ইসলাম, অ্যাড. ফারহানা সেলিম, অ্যাড. মো. মনিবুর রহমান চৌধুরী (মনির), অ্যাড. মো. নুরুল ইসলাম, অ্যাড. মো. ছাদেকুর রহমান ও অ্যাড. সাহিদা বেগম। এ ছাড়াও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে লড়াই করছেন- সুশাসনের জন্য নাগরিক সদর দক্ষিণ উপজেলা শাখা, কুমিল্লার সভাপতি অ্যাডভোকেট মো. ইসলাম ইবনে সাইখ।
কুমিল্লা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, এ বছর নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন কুমিল্লা বারের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাড.শামসুর রহমান ফারুক, তার সহযোগী হিসেবে থাকবে এড. তৌহিদুর রহমান ও অ্যাড. আনোয়ারুল হক। সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। দুপুরে মধ্যাহ্নভোজের জন্য ৪৫ মিনিট ভোট বন্ধ থাকবে।