ডেস্ক রিপোর্ট।।
আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে সড়ক, রেল ও নৌ-পথে শতভাগ গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। সকাল থেকে রাজধানীসহ সারা দেশে শতভাগ যাত্রী নিয়ে চলছে গণপরিবহন। এর আগে গত ১১ আগস্ট থেকে শতভাগ যাত্রী নিয়ে অর্ধেক গণপরিবহন চলাচল শুরু করে।
আরো পড়ুনঃ
তবে অন্যান্য সময়ের মতো সকাল থেকে যাত্রী চাপ তেমন চোখে পড়েনি। শতভাগ বাস চলাচল শুরু হওয়াতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
এদিকে বাসে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের কথা থাকলেও তা করতে দেখা যায়নি। আবার বাসে বেশিরভাগ যাত্রীকে যথাযথ স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। বেশিরভাগ যাত্রীর মুখেই ছিল না মাস্ক। মাস্ক না পরায় আবার নানা ধরনের অজুহাত দেখান অনেকে।