নাজমুল সবুজ,কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রশাসনিক দশটি গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে এ বিষয়টি জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, সহকারী প্রক্টর পদে চার জন ও আবাসিক হলে নতুন ছয় জনকে আবাসিক শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।
সহকারী প্রক্টর পদে নতুন নিয়োগপ্রাপ্ত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, একই বিভাগের প্রভাষক মোঃ ফয়জুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ রাজু এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ মোশাররফ হোসাইন।
চার আবাসিক হলে নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ হলেন কাজী নজরুল ইসলাম হলে পরিসংখ্যান বিভাগের প্রভাষক মুুুুহাম্মদ হাবিবুর রহমান মানিক, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা এবং সিএসই বিভাগের সহকারী অধ্যাপক খাইরুুুন নাহার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুুুহাম্মদ রেজাউল ইসলাম এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে আইসিটি বিভাগের প্রভাষক মোঃ রাকিব হাসান ও সিএসই বিভাগের প্রভাষক শাহরিয়ার মোজাম্মেল।
রেজিস্ট্রার আরও বলেন, নিয়োগ প্রাপ্তদের নিয়োগ যোগদানের তারিখ হতে দুই বছর পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া এ দায়িত্ব পালনের জন্য নিয়োগপ্রাপ্তরা বিধি অনুযায়ী আর্থিক সুবিধা পাবেন।