কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ কণ্ঠে স্বেচ্ছাসেবী ফোরামের মানববন্ধন

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে এবার ঐক্যবদ্ধ কণ্ঠে কুমিল্লার সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম মানববন্ধন ও সমাবেশ করেন।
শুক্রবার বিকেলে কুমিল্লা কান্দির পার নগরীর পূবালী চত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, যাঁরা কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে একতাবদ্ধভাবে আওয়াজ তোলেন।
সমাবেশের সমাপনী বক্তব্যে সাংবাদিক হুমায়ুন কবির জীবন (প্রধান উপদেষ্টা, একতাই শক্তি; জেলা প্রতিনিধি, এটিএন নিউজ) বলেন, “ইতিহাস, ঐতিহ্য ও আন্দোলনের দিক থেকে কুমিল্লা জেলা বিভাগ হওয়ার সব যোগ্যতা রাখে। কুমিল্লার জনগণের প্রাণের দাবি-কুমিল্লা বিভাগ। এর বিকল্প নেই।

তিনি আরও বলেন, “মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দদের এই দাবিকে সম্মান জানিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত।

সমাজকর্মী গোলাম সামদানী (প্রধান নির্বাহী, সেইভ দ্যা হিউমেন সোসাইটি) বলেন, “আমরা অন্য জেলার থেকে সবদিকেই এগিয়ে। কুমিল্লা বিভাগ আমাদের অধিকার। যদি দাবি না মানা হয়, আমরা আরও কঠিন আন্দোলনের পথে যাব।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ফয়েজ আহমেদ মুন্সী (সভাপতি, কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটি), আব্দুল হান্নান (সমাজকর্মী),  জাকির হোসেন ভূঁইয়া (কাতার প্রবাসী), শরীফ সরকার (সাংবাদিক), হাসান আলি খোকন (স্বেচ্ছাসেবী), মোঃ রকি (সত্যাধিকারী রেখা গার্মেন্টস), হোসাইন শাকিল শাহাদাত (কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটি), সাইফুল ইসলাম সাগর (প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, একতাই শক্তি),
ইমতিয়াজ হোসেন (নিরাপদ সড়ক আন্দোলন), মোসলেহ উদ্দিন মোল্লা (বিডি ক্লিন), সাজিদুল ইসলাম রাফি (বন্ধু মহল ব্লাড ডোনার্স অফ বাংলাদেশ)।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাহিদুল ইসলাম। এই মানববন্ধন ছিল কুমিল্লার জনগণের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার এক জোরালো বার্তা। বক্তারা বিভাগ বাস্তবায়নের দাবিকে সময়ের দাবি হিসেবে তুলে ধরেন এবং প্রশাসনের প্রতি আহ্বান জানান দ্রুত পদক্ষেপ নেওয়ার।