মো. জাহাঙ্গীর আলম, মেঘনা।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটা টায় মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা
মৌসুমী আক্তারের কার্যালয়ে নিজে উপস্থিত থেকে এই মনোনয়নপত্র দাখিল করেন ড.খন্দকার মোশারফ হোসেন।
পর ড.খন্দকার মোশারফ হোসেন মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে মেঘনা উপজেলা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয় তার সমর্থকদের মধ্যে, মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ড্রি,কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক দিলারা শিরিন ,মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.মিজানুর রহমানের সাবেক যুবদলের আহ্বায়ক আতাউর রহমান,উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান দিপু,উপজেলা ছাত্রদলের আহবায়ক সোলেমান,যুগ্ন আহবায়ক সাইফুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৮ হাজার ৬১৬ জন।