দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে বিএনপি মনোনীত প্রার্থী চারবারের সাবেক এমপি আলহাজ¦ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসাম মুন্সী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোমবার দুপুর সাড়ে ১২ টায় কুমিল্লা জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ রেজা হাসান এর নিকট ওই মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জজকোর্টে পিপি ও কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট খন্দকার মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান ভুলু, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবদুর রহমান প্রমুখ।
এ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ বিকাল ৩ ঘটিকার মধ্যে মনোনয়ন পত্র দাখিল করার কথা রয়েছে। এছাড়া এ আসনে জামায়াত-এনসিপির আসন সমঝোতা হওয়ায় হাসনাত আবদুল্লাহকে সর্মথন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন জামায়াতের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ।