মারুফ আহমেদ।।
খাদ্য অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কুমিল্লায় বায়োফর্টিফাইড জিংক ধান ও চাল সংগ্রহেরর বিষয়ে জেলা পর্যায়েরর সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকেরর কার্যালয়ের প্রশিক্ষণ হল রুমে এ সমন্বয় সভার আয়োজন করা হয়।
কুমিল্লা জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী’ র সভাপতিত্বে, সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রসিক্ষণ অফিসার মোহাম্মদ সিরাজ উদ্দিন হোসেন।
বিএডিসি কুমিল্লার উপ-পরিচালক মো. নিগার হায়দার খান। আঞ্চলিক কৃষি তথ্য কর্মতকর্তা মো. মুশিউল ইসলাম।
গেইন(Gain) বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার আবুল বাসার।
সভায় অতিথিরা জিংক ধান ও চালের পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করেন।
উক্ত সভায় উপজেলা ইউএনওর প্রতিনিধি, খাদ্য কর্মতকর্তা, কৃষি কর্মকর্তা, মিলার, কৃষকসহ ৩৩ জন উপস্থিত ছিলেন।
এ সমন্বয় সভার সহযোগীতায় ছিলে, গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রোভড নিউট্রিশন(GAIN)।