কুমিল্লার মনোহরগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার মনোহরগঞ্জে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক ছিলেন কুমিল্লা জেলা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার রায়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তপন কুমার বকসী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মাননীয় এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়ক মোঃ কামাল হোসেন, জেলা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কমল চন্দ্র সাহা, এডভোকেট বিকাশ চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক মধুসূদন বিশ্বাস, সৌমেন্দু বসু। উপজেলা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক জীবন দেবনাথ টুটুলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক তমাল মজুমদার খোকনের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ এবং সদস্যগণ। পরে উপস্থিত সকল সদস্যগণের মতামতের ভিত্তিতে আগামী ৩বছরের জন্য সংগঠনটির মনোহরগঞ্জ উপজেলা শাখার সভাপতি পদে সৌমেন্দু বসু, সহ-সভাপতি পদে জীবন দেবনাথ টুটুল, সাধারণ সম্পাদক পদে তমাল মজুমদার খোকন,যুগ্ম সাধারণ সম্পাদক পদে নিতাই সুত্রধর,অধ্যাপক বিশ্বজিৎ মজুমদার, সাংগঠনিক সম্পাদক সঞ্জীব চন্দ্র সাহা, রবীন্দ্র দেবনাথ ও মাষ্টার বাবুল দেবনাথের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে হিন্দু-বৌদ্ধ ও খিস্টানসহ সকল ধর্মের লোকদের নিরাপদ আবাসভূমি হিসেবে স্বীকৃতি স্বরুপ ধর্মনিরপেক্ষ মতবাদের আবির্ভাব করেন। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারও সেই ধারা অব্যাহত রেখেছেন। আমরা সকলে আমাদের নৈতিক প্রতিদান হিসেবে জননেত্রী শেখ হাসিনার পাশে থাকবো। বক্তারা আরো বলেন, লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার সর্বত্রই আমাদের প্রিয় নেতা এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি আমাদের নিয়মিত খোঁজ খবর রাখেন। আমাদের যেকোন সমস্যায় আমরা তাঁকে পাশে পেয়েছি। আমাদের ধর্মীয় সকল উপসনালয় গুলোতে উন্নয়ন করেছেন। তাই আমরা আগামী সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধভাবে প্রিয় নেতা মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি এর পক্ষে কাজ করবো।