মাহফুজ নান্টু।।
কুমিল্লার এক হাজার পরিবার পেলো জাপানের খাদ্য উপহার। সোমবার দিনভর জেলার বিভিন্ন এলাকার এসব খাদ্য উপহার বিতরণ করেন মুশাসি বাংলাদেশ জাপান লিমিটেড নামের সংস্থাটি। খাদ্য উপহার পেয়ে আনন্দিত অসহায় পরিবারের সদস্যরা। গতকাল সোমবার নগরীর বাগিচাগাঁও এ দৈনিক আমাদের কুমিল্লা কার্যালয় প্রাঙ্গণে এ খাদ্য বিতরণ কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান। এ সময় মুশাসি বাংলাদেশ জাপান লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার জিয়াউল হাসান বনিসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংস্থাটির প্রতিনিধিরা জানান, প্রতিটি প্যাকেটে খাদ্য সামগ্রীর মাঝে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবণ। প্যাকেট করা খাবারগুলি সোমবার কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দুলালপুর এলাকায় আড়াই’শ পরিবারের মাঝে, নগরীর বাগিচাগাঁও এলাকায় ১’শ পরিবার, বিকেলে রেইসকোর্স ২’শ, কালিয়াজুরি ১’শ, সুয়াগাজীতে ১’শ, মোগলটুলীতে ১’শ , ক্যান্টনমেন্ট ডাকলা পাড়ায় ৫০ ও বরুড়ার হোসেনপুরে ১’শ পরিবারের মাঝে বিতরণ করা হয়।