স্টাফ রিপের্টার।।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার এবং সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় ভোক্তা অধিদপ্তর কুমিল্লার তদারকি অভিযান পরিচালনা হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করা, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তা সাধারণকে প্রতারিত করার মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকা-ের সাথে জড়িত থাকার অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ২৬,০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো সৌম্য মেডিকেল হল, খান মেডিকেল হল, জননী ফার্মেসি ও রোকেয়া মেডিকেল হল। তদারকিমূলক এ অভিযানে হ্যান্ড মাইকের মাধ্যমে এলাকার ফল ব্যবসায়ী, সবজি বিক্রেতা, মসলার দোকানি ও ফার্মেসির মালিকদের নির্ধারিত মূল্যে নিত্যপণ্য, ওষুধ ও অন্যান্য মেডিকেল ইকুইপমেন্ট বিক্রির প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। কারসাজি করে নিত্যপণ্য ও ঔষধ সামগ্রীর দাম বৃদ্ধি না করতে, পাইকারি ক্রয়ের ভাউচার সংরক্ষণ ও শারীরিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ করা হয়। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ, সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও জেলা পুলিশের একটি টিম এ কাজে সার্বিক সহযোগিতা করেন। ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যালয় কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।