মাহফুজ নান্টু।।
হঠাৎ করেই ধসে পড়লো একটি কোল্ড স্টোরেজ। মঙ্গলবার ভোর ৬ টায় কুমিল্লার বুড়িচং উপজেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা বাজারে অবস্থিত ‘মোকাম কোল্ড ষ্টোরেজ লিঃ। এটি ৫০ বছরের পুরনো ৪ তলার একটি ভবন। সকালে বিকট শব্দে হঠাৎ ধসে পড়ে কোল্ড স্টোরেজটি। এতে প্রানহানীর ঘটনা না ঘটলেও কোল্ড ষ্টোরেজটিতে সংরক্ষিত প্রায় ৭০ হাজার মণ আলুর ক্ষয়ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।
কোল্ড স্টোরেজের ভাড়াটিয়া ফরহাদ হোসেন জানান, স্টোরেজটির পাশে তার মালিকানাধীন সিয়াম ডেইরী ফার্মে ৫৯ টি বাছুড়, ১২ টি ষাঁড় মিলিয়ে ৭১ টি গরু ছিলো। যার মধ্যে ভবন ধসে ৭ টি মারা যায়, ১ টিকে জবেহ করতে সক্ষম হয়।
মোকাম ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক মুন্সি জানান, ভবনটি স্বাধীনতা যুদ্ধের সময়কার। যতদূর জানি ইঞ্জিনিয়াররা ভবনটিকে বহু আগে পরিত্যক্ত ঘোষণা করেছেন। তবুও ভবনের মালিক ভাড়া দিয়েছেন। যার ফলে এমন দূর্ঘটনা হয়েছে।
কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম জানান, কুমিল্লা সদর ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট উদ্ধার কাজ চালিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমানসহ বিস্তারিত পরে জানা যাবে।