নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হয়েছেন জামায়াত নেতা কাজী গোলাম কিবরিয়ার বিরুদ্ধে প্রচারণায় বাঁধা, হুমকি প্রদান ও কর্মীদের মারধর করার অভিযোগ তুলেছেন আরেক কাউন্সিলর প্রার্থী আবুল হোসেন ছোটন। শুক্রবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ছোটন। তিনি লাটিম প্রতীকে নির্বাচন করছেন।
ছোটন বলেন, নির্বাচনকে বানচাল করতে কিবরিয়া সশস্ত্র ক্যাডার বাহিনী দিয়ে আমার প্রচারণা মাইকিংয়ে বাধা প্রদান, মহিলা কর্মীদেরকে প্রচারণায় বাধা দেওয়া, আমার নির্বাচনী পোস্টার ছেঁড়া এবং কর্মীদের মারধর করেছেন। আমার সমর্থিত কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি প্রদান করে আসছেন। তকর অনুসারীরা গত বুধবার রাতে হামলা চালিয়ে আমার ৪ কর্মীকে কুপিয়ে আহত করে। তারা এখন হাসপাতালে ভর্তি। এ বিষয়ে বৃহস্পতিবার রাতে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। কিবরিয়ার এই বিষয়গুলো নির্বাচন কমিশনকে আমি মৌখিকভাবে জানিয়েছি। শিগগিরই তার বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করব।
সংবাদ সম্মেলনে আবুল হোসেন ছোটন আরো বলেন, ঢাকার আলোচিত হলি আর্টিজানে হামলায় ব্যবহৃত অস্ত্রের অনেকগুলোরই সরবরাহ করেছেন জামায়াত নেতা কাজী গোলাম কিবরিয়া। ২০১৯ সালে ১১ জুলাই দেশের অনেক জাতীয় গণমাধ্যমে ‘কুমিল্লার জামায়াত নেতা গোলাম কিবরিয়া শীর্ষস্থানীয় অস্ত্র কারবারি’ শিরোনামে সংবাদ প্রচার হয়েছে। এবারের নির্বাচনকে কেন্দ্র করে তিনি জামায়াত-শিবির ক্যাডারদের এনে নির্বাচনী এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছেন। দেশজুড়ে রয়েছে তার অবৈধ অস্ত্রের কারবার।’
অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর প্রার্থী গোলাম কিবরিয়া বলেন, ‘হলি আর্টিজানের হামলার ঘটনায় আমি অস্ত্র সরবরাহ করেছি, এগুলো ভিত্তিহীন। বুধবার রাতে উল্টো আবুল হোসেন ছোটনের লোকজন আমার সাতজন নেতাকর্মীকে পিটিয়ে, কুপিয়ে আহত করেছেন।’