স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লাকসামে ক্রিকেট খেলা নিয়ে এক বছর আগের বিরোধের জের ধরে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠানের নগদ ৬০ হাজার টাকা ও মালামাল লুট করারও অভিযোগ উঠে। স্থানীয়দের তোপের মুখে হামলায় ব্যবহৃত একটি রামদা ফেলে তারা পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মনপাল দক্ষিণপাড়ায়।
হামলায় ক্ষতিগ্রস্থ হয় ইয়াছিন স্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় পল্লী চিকিৎসক আবদুল ওহাবের বাড়ি।
ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ইয়াছিন ও স্থানীয়রা জানান, গত বছর একই ইউপির রাজাপুর গ্রামের সাথে মনপাল গ্রামের কিশোরদের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে সংর্ঘষ হয়। এ ঘটনার সূত্র ধরে দুই গ্রামের ছেলেদের মধ্যে কয়েক দফা হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। গত শুক্রবার রাজাপুর গ্রামের কয়েকজন ছেলে মনপাল গ্রামে এলে তাদের সাথে তর্কে জড়ায় কয়েকজন কিশোর। পরে গ্রামের সমাজপতিদের মধ্যস্থতায় সমস্যার নিরসন হয়। ওইদিন রাত প্রায় সাড়ে ১২টায় রাজাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে নাইম হোসেনের নেতৃত্বে ১০/১২জন যুবক রামদা, ছুরি, হকিস্টিক ও ক্রিকেট স্টাম্প নিয়ে মনপাল দক্ষিণপাড়ায় ইয়াছিন স্টোর ও আবদুল ওহাবের বাড়িতে ভাংচুর চালায়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার বিল্লাল হোসেন জানান, পাশ্ববর্তী রাজপুর গ্রামের ছেলেদের সাথে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ওই ঘটনার সূত্রধরে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা করেছে। বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানিয়েছি।
অভিযুক্ত রাজাপুর গ্রামের নাইমের পিতা খলিলুর রহমান বলেন, আমাদের ছেলেরা ওই গ্রামে গেলে তাদেরকে ধাওয়া করে। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা বা লুটপাটের ঘটনা সত্য নয়।