মাহফুজ নান্টু:
কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথ দেব মন্দিরের ভক্ত-পূজারীরা পেলেন খাদ্য সামগ্রী। বুধবার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিনের উপস্থিতে খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা হয়।
জানা যায়, করোনা পরিস্থিতির কারণে আদর্শ সদর উপজেলার জগন্নাথ দেব মন্দিরের ৩০ জন ঠাকুর,পুরোহিত পূজারী ও ভক্তরা সমস্যায় ছিলেন। এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে একটি বার্তা যায়। পরে স্থানীয় প্রশাসন মন্দিরের পুজারি-ভক্তদের জন্য খাবার সামগ্রীর ব্যবস্থা করেন। খাদ্য সামগ্রী বিতরণে সহযোগিতা করেন সিটি ব্যাংক।
মন্দিরের খাদ্য সামগ্রী বিতরণ শেষে আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন বলেন, আমরা খবর পেয়েছি। করোনায় লকডাউনের কারণে অন্যান্যদের মতো সমস্যায় ছিলেন জগন্নাথ দেব মন্দিরের পুরোহিতরা। আজ তাদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছি। তাদের খাবার নিয়ে সমস্যা হলে জানাতে বলেছি।