মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা ।।
চান্দিনা উপজেলার সুবিধাভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চান্দিনা এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার সকালে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি। অনুষ্ঠানে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে ৫ কেজি বীজ, ২০ কেজি করে ডিএপি সার, ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। উপজেলা ব্যাপী ১টি পৌরসভার ও ১৩টি ইউনিয়নের মোট ১হাজার ৮শত জন কৃষক ওই সুবিধা পাবেন বলে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আফরিনা আক্তার জানিয়েছেন।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আফরিনা আক্তার, পৌর কাউন্সিলর মো. তাজুল ইসলাম।
একই দিন আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ২ শত জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে আউশ বীজ বিতরণ করা হয়।