চৌদ্দগ্রামে গণভোটে হ্যাঁ ও দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে জামায়াত-এনসিপির মতবিনিময়

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে গণভোটে হ্যাঁ ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে মতবিনিময় করেছে জামায়াত এবং এনসিপি।
বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারস্থ জামায়াত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিমের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের পক্ষে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর নায়েবে আমীর কাজী এয়াছিন মজুমদার, ডাঃ মঞ্জুর আহমেদ সাকি, জামায়াত নেতা শাখাওয়াত হোসেন শামীম, পৌর যুব বিভাগের সেক্রেটারী আবদুল্লা মোঃ মাসুম, উপজেলা উত্তর শিবির সভাপতি নাসিম মিয়াজী। এনসিপির পক্ষে কেন্দ্রীয় সদস্য সুফিয়ান রায়হান, সমন্বয়কারী হুমায়ন কবির মজুমদার, যুগ্ম সমন্বয়কারী মামুন মজুমদার, সদস্য হানিফ পাটোয়ারী, খালেদ রায়হান, আরিফুল ইসলাম, ইমাম হোসেন টিপু, শিহাব উদ্দিন নিরব, সালমান বাদশা প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোটের পক্ষে গণসচেতনতা তৈরিসহ চৌদ্দগ্রাম আসনে জাতীয় নেতা ডাঃ তাহেরের পক্ষে জামায়াত ও এনসিপি নেতাকর্মীরা যৌথভাবে কাজ করবে। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে চৌদ্দগ্রামের আপামর জনতা বিপুল সংখ্যক ভোট দিয়ে বিজয়ী করবে।