জনগণ থেকে উঠে আসা জনপ্রতিনিধি নিশ্চিত করাই হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড় কানন (পূর্ব-পশ্চিম) ইউনিয়নের উদ্যোগে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের আলাপ নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শক্তি “ছাত্র-নাগরিক ঐক্য” সভার আয়োজন করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন শিশির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগর কমিটির সদস্য সচিব মুহাম্মাদ রাশেদুল হাসান, যুগ্ম আহ্বায়ক আল-আমিন হোসেন হৃদয়, জোড় কানন পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মুমিন সাহেবসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন শিশির বলেন, “আমরা দেখতে পেয়েছি ৫ই আগস্টের পূর্বে আওয়ামী কী করেছে, আবার ৫ই আগস্টের পরে আরেকটা দল বর্তমানে কী করছে! আমরা স্পষ্ট করে বলতে চাই, পূর্বের আওয়ামী লীগ এবং পরের আওয়ামী লীগ দুইটাই জনগণ প্রত্যাখ্যান করেছে। গরীবের হক নিশ্চিত করা, সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করাই হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মূল লক্ষ্য।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগর কমিটির সদস্য সচিব মুহাম্মাদ রাশেদুল হাসান বলেন, “ছাত্র আন্দোলনকে ছাত্র-জনতার আন্দোলনে রূপলাভ করে এবং ফ্যাসিস্ট হাসিনার পতন নিশ্চিত করে। আমরা আপনাদেরকে বলতে চাই, আন্দোলনের সময় আপনারা যেমন আমাদের পাশে ছিলেন, আমাদেরকে সামনের দিকে এগিয়ে দিয়েছেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণেও আপনারা বুদ্ধি-পরামর্শ দিয়ে আপনাদের অধিকার আদায় করার লক্ষ্যে আমাদের উপর ভরশা রাখবেন। আমরাও আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আগামী নির্বাচনে জনগণ থেকেই জনপ্রতিনিধি আসবে, জনগণই নির্ধারণ করবে রাজনীতিতে কারা আসবে। আমরা আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিশ্চিত করতে চাই।”

সভায় অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সুমন, এই ধরণের আয়োজনকে সাধুবাদ জানায় এবং গ্রামে-গ্রামে মানুষের কাছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে ছড়িয়ে পড়ার আহ্বান করে।

উক্ত সভায় জোড় কানন (পূর্ব-পশ্চিম) ইউনিয়নের শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সমাজের গুনীজন ও শিক্ষার্থীরা সবার অংশীদার নিশ্চিতে ছাত্র-জনতার নতুন দল নিয়ে ব্যাপক আশাবাদ ব্যক্ত করেন।