স্টাফ রিপোর্টার।।
ঋণের চাপে কুমিল্লা সদর উপজেলার পশ্চিম মাঝিগাছা গ্রামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে তার পরিবার জানিয়েছে। নিহত আসমা বেগম ওই গ্রামের রিকশা চালক স্বপন মিয়ার স্ত্রী। পুলিশ সোমবার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এখন কিস্তির আতংকে তার আর দিন কাটবে না! তিনি আত্মহত্যা করে আতংক থেকে মুক্তি নিলেন!
নিহত গৃহবধূ আসমা আক্তারের বড় ছেলে সাইফুল ইসলাম জানান, তার বাবা স্বপন মিয়া রিকশা চালান। তারা দুই ভাই এক বোন। এই আয়ে তাদের পরিবারের ভরণপোষণের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছিলো। তার মা এনজিও প্রত্যয়, আশা ও ব্র্যাক থেকে ঋণ নিয়েছেন। প্রতি সোমবার ২৫০০ টাকা ও প্রতি মাসে ১০ হাজার টাকা কিস্তি দিতে হচ্ছিলো। সোমবার কিস্তি দেয়ার কথা। রবিবার পর্যন্ত কিস্তির টাকা জোগাড় হয়নি। তাই লজ্জায় ও ক্ষোভে কিস্তির চাপ থেকে মুক্তি পেতে সবার অলক্ষ্যে রান্নাঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল হক বলেন, উপ-পরিদর্শক শেখ মফিজুল ইসলাম লাশ উদ্ধার করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।