দেবিদ্বার প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বারে সুজাত আলী সরকারি কলেজে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে তিন দিনব্যাপী ‘ব্যাংকিং প্রোডাক্টস ক্যাম্পেইন’ শুরু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে পূবালী ব্যাংকের দেবিদ্বার শাখার আয়োজনে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
পূবালী ব্যাংকের দেবিদ্বার শাখার প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক ওয়ায়েছ মাসুম চৌধুরীর সভাপতিত্বে এবং শাখার অফিসার মোঃ রিয়াজউদ্দিন করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির কুমিল্লা অঞ্চলের ডিজিএম ও রিজিওনাল হেড মাইনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আহসান পারভেজ, সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম এবং পূবালী ব্যাংকের এডিসি বিভাগ, প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সাইদ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের এডিসি কর্মকর্তাবৃন্দ, কোম্পানিগঞ্জ উপশাখার ব্যবস্থাপক, ব্যাংক কর্মকর্তাবৃন্দ এবং কলেজের শিক্ষকবৃন্দ।
এসময় ‘ব্যাংকিং প্রোডাক্টস ক্যাম্পেইন’-এর পাশাপাশি পূবালী ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের আওতায় সদ্য নির্মিত কলেজ অডিটোরিয়াম ভবনের জন্য আধুনিক ডিজিটাল সাউন্ড সিস্টেমের উদ্বোধন করা হয়। এই সাউন্ড সিস্টেম স্থাপনে পূবালী ব্যাংক পিএলসি কলেজ কর্তৃপক্ষকে ১ লাখ ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে।
কলেজ কর্তৃপক্ষ পূবালী ব্যাংকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই উদার সহযোগিতা আমাদের অডিও সুবিধা উন্নত করতে সহায়তা করেছে, যা একাডেমিক অনুষ্ঠান, সাংস্কৃতিক কার্যক্রম ও বিভিন্ন প্রতিষ্ঠানিক আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী বক্তারা বলেন, পূবালী ব্যাংক সবসময় আধুনিক, সহজ ও নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ প্রজন্মকে ডিজিটাল ব্যাংকিংয়ের সাথে পরিচিত করা এবং আর্থিক সচেতনতা বৃদ্ধি এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। প্রথম দিনেই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া দেখা যায় এবং তারা ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণ করেন।
পূবালী ব্যাংক পিএলসির দেবিদ্বার শাখার প্রধান ওয়ায়েছ মাসুম চৌধুরী বলেন, তরুণ সমাজকে ডিজিটাল ব্যাংকিংয়ে আগ্রহী ও আর্থিক সাক্ষরতায় অন্তর্ভুক্ত করতে দেবিদ্বারের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।