পারভেজ সরকার :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণাকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে দেবিদ্বার থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল আনুমানিক ৩টার দিকে দেবিদ্বারে নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনকে সন্দেহ হলে পুলিশ তৎপর হয়। একপর্যায়ে তিনজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয় এবং তাদের মধ্যে দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের পরিচয় নিশ্চিত হলে পুলিশ তাদের ছেড়ে দেয়।
দেবিদ্বার থানা পুলিশ জানায়, নির্বাচনী প্রচারণাকালে প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। আটক দুজনের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না থাকায় এবং পরিচয় নিশ্চিত হওয়ায় তাদের মুক্তি দেওয়া হয়েছে।