দেবিদ্বার প্রতিনিধি।।
দেবিদ্বার উপজেলার রামপুর পূর্বপাড়া ভূঁইয়া বাড়ি হাজী আঞ্ছর আলী স্বাস্থ্যসেবা কেন্দ্রে’র উদ্যোগে উপজেলার কর্মহীন হতদরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সংগঠনের কার্যালয়ে ৬শত ৩০ জন কর্মহীন, কর্ম অক্ষম, প্রতিবন্ধী ও হতদরিদ্রের মধ্যে ৫ শত টাকা করে ওই অর্থ বিতরণ করা ছাড়াও এলাকার দুস্থ্য অসহায়দের মধ্যে অর্থ ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
এ সময় সংগঠনের পরিচালক আমেরিকা প্রবাসী বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী আব্দুর রহিম’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, দেবিদ্বার পৌর কমিশনার মোঃ মজিবুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ আজগর হোসেন, ইউপি সদস্য সালেহা বেগম, সাবেক ইউপি সদস্য আল আমীন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আলোচকরা বলেন, করোনা ভাইরাসের প্রভাবে গোটা বিশ^ই আজ স্তম্ভিত। অর্থনৈতিক সংকটের পাশাপাশি মানবিক মূল্যবোধেরও অবক্ষয় ঘটেছে। উন্নয়ন অগ্রগতির পথ স্থবির হয়ে পড়েছে। এ অবস্থার হয়তো এক সময় পরিবর্তন হবে, সে পর্যন্ত আমাদের মনোবল, ধৈর্য, মানবিক মূল্যবোধটাকে জাগিয়ে রাখতে হবে। মানুষ উপসর্গ ছাড়াই করোনা আক্রান্ত হচ্ছে। এ পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষায় সামাজিক সচেতনতার বিকল্প নেই।
হাজী আঞ্ছর আলী স্বাস্থ্য সেবা কেন্দ্রে’র এ অনুদান ছোট করে দেখার নয়, করোনা প্রভাব শুরুতে ঢাক ঢোল পিটিয়ে অনেককেই ত্রাণ সামগ্রী বিতরণ করতে দেখা গেছে। শুরুতে সবার ঘরে সামান্যতম প্রস্তুতি থাকলেও বিতরণ প্রক্রিয়াটা তখনই দেখিয়েছেন অনেকে। চলমান সময়টাই খাদ্য সংকটের উত্তম সময়, যে সংকটের প্রকোপ আরো বেশী সামনে দেখা দেবে।
স্বাস্থ্য সেবা কেন্দ্রে’র পরিচালক বিশিষ্ট ব্যবসায়ি আব্দুর রহিম বলেন, আমার এলাকার বেশ কিছু চিকিৎসক আমেরিকা সহ বিশে^র বিভিন্ন দেশে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তাদের অনুপ্রেরণায় এলাকার সাধারণ দরিদ্র মানুষের চিকিৎিসা সেবা দানের লক্ষ্যে ২০০৭ সালে ‘রামপুর পূর্বপাড়া ভূঁইয়া বাড়ি হাজী আঞ্ছর আলী স্বাস্থ্য সেবা কেন্দ্র’ প্রতিষ্ঠা করি। নিয়মিত দু’জন চিকিৎসক এ কেন্দ্রের কার্যালয়ে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করে আসছেন। এ ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।