আমজাদ হাফিজ, লাকসাম।
সারা দেশে মহামারী করোনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে মিলাদ-মাহফিল, দোয়া-মুনাজাত ও শোক র্যালি করেছে লাকসাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। শনিবার বিকেলে লাকসাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত বর্ধিত সভা শেষে এ কর্মসূচি পালন করেন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।
লাকসাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীমের সভাপতিত্বে বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদেরকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে সুশৃঙ্খল রাজনীতির মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের সেবায় নিয়োজিত থাকার নির্দেশ দেন মন্ত্রী।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রফেসর জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, সহ-সভাপতি শম্ভু সাহা, খোরশেদ আলম, জাহাঙ্গীর আলম, মোশারফ হোসেন কাঞ্চন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছায়েদুল হক লিটন, প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন, দপ্তর সম্পাদক শাহ আলম, সহ-দপ্তর সম্পাদক মনসুর আহমেদ মুন্সী, তথ্য ও গবেষণা সম্পাদক মজিবুর আলম জুয়েল, ক্রীড়া সম্পাদক গোলাপ হোসেন, সহ-সম্পাদক আশ্রাফুল আলম রাকিব, পৌর ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল কাদের হুরন, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুর রহিম প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বর্ধিত সভা শেষে সারা দেশে মহামারী করোনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ-মাহফিল ও দোয়া-মুনাজাত করা হয়। পরে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে শোক র্যালি বের করা হয়। র্যালিটি দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।