ডেস্ক রিপোর্ট।।
দেশব্যাপী আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার রায় ঘোষণার সময় বুধবার বিচারক রায় পড়ার পুরো সময়জুড়েই শান্ত ছিলেন মিন্নি। তবে ব্যাতিক্রম চিত্র দেখা গেছে এই মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আরেক আসামী রাকিবুল হাসান রিফাতের ক্ষেত্রে। রায়ের পর রাকিবুল হাসান রিফাত ফরাজীকে হাসতে দেখা গেছে।
রায় ঘোষণার পর আসামিদের আদালত থেকে কারাগারে নেওয়ার সময় রিফাত হাসতে হাসতে প্রিজন ভ্যানে ওঠেন। এ সময় ভ্যানে উঠেই তিনি হাতে ইশারা করে তার স্বজনদের কাছে টাকাও চান। বুধবার বিকেল ২টা ৫৫ মিনিটের সময় এ দৃশ্যের অবতারণা হয় বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে। পরে আদালত থেকে প্রিজনভ্যানের ভেতরেই উল্লাস করতে করতে কারাগারে যান তারা। রায় ঘোষণার পর ফাঁসির দণ্ডে দন্ডিত এ মামলার ছয় আসামির মধ্যে মিন্নি ও আল কাইয়ুম ওরফে রাব্বি আকন ব্যতিত অন্য সকল আসামিকে স্বাভাবিক দেখা যায়।