স্টাফ রিপোর্টার।।
বিভিন্ন জায়গায় দেখা গেছে, করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে ওই মৃত ব্যক্তির লাশ বহনে কোনো খাটিয়া পাওয়া যাচ্ছে না। মারা যাওয়ার পরে যেন এমন অবস্থায় কেউ না পড়েন, মানবিক বিবেচনায় উদ্যোগী হয়েছে কুমিল্লার হোমনা থানা পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এখন থেকে হোমনায় মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে স্থানীয়ভাবে খাটিয়ার ব্যবস্থা না থাকলে ফোন করলেই ওই ব্যাক্তির বাড়িতে খাটিয়া পৌঁছে দেবে পুলিশ। মঙ্গলবার হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম ও থানা ভারপ্রাপ্ত মো. আবুল কায়েস আকন্দ এ খাটিয়ার ব্যবস্থা করেন। খাটিয়াটি হোমনা থানায় রয়েছে। পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ।
হোমনা-মেঘনা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম বলেন, করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলে হোমনা থানায় বা আমাকে ফোন করলেই খাটিয়া পৌঁছে দেবে পুলিশ। তবে, সবাইকে ‘ঘরে থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। এই আহ্বান জানিয়ে আরও বলেন, ‘আল্লাহ যেন হোমনার প্রতিটি মানুষকেই ভালো রাখেন; যাতে খাটিয়ার দরকার না হয়।’