বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার সদর বাজারে ৬০ বছর বয়সী পাহারাদার দুলা মিয়াকে শারীরিক নির্যাতনের অভিযোগে উপজেলা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দোলনকে আবারও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে তলব নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
১৩ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক দুইটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে থেকেও দেলোয়ার হোসেন জনসম্মুখে পেশীশক্তি প্রদর্শন করে সংগঠনের নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত হয়েছেন, যা কেন্দ্রীয় কমিটির নজরে এসেছে। এর আগে একই ধরনের কর্মকাণ্ডের জন্য তাকে সতর্ক করা হয়েছিল।
এবারও সংগঠনবিরোধী এহেন কর্মকাণ্ডের জন্য কেন তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা আগামী ১৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে বাজার পাহারা দেওয়ার সময় দেলোয়ার হোসেন দোলন পাহারাদার দুলা মিয়াকে কাঠের দণ্ড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। বর্তমানে তিনি বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
ঘটনার পর শনিবার দিনে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়। এরপর সন্ধ্যা সাতটায় ব্যবসায়ী ও গ্রামবাসীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে দেলোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগানে মুখরিত হয়। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর মাসে একাই নিজ নামে ১০টি বিদ্যালয়ের টেন্ডার ভাগিয়ে নেওয়ার অভিযোগেও উপজেলা যুবদল নেতা দেলোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, “ঘটনার পর মামলা হয়েছে, আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”