বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবিরে ভোগান্তিতে নাগরিকরা

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সচিব ও উদ্যেক্তাদের অনুপস্থিতিতে স্থবির হয়ে পরেছে পরিষদের কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নাগরিকদের।

গত ২৭ নভেম্বর মঙ্গলবার বেলা ১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, পরিষদে চেয়ারম্যান, সচিব ও উদ্যেক্তা সকলেই অনুপস্থিত। পরিষদে দুই জন মহিলা গ্রাম পুলিশ ছাড়া আর কেউ নাই। একটু পরেই আসে কম্পিউটার অপারেটর জাবেদ মিয়া। তাকে এ বিষয়ে জিজ্ঞেসা করলে তিনি বলেন, সচিব ছুটিতে আছে আর চেয়ারম্যান সাহেব আসেন নাই। তাকে একাধিক প্রশ্ন করায় সেও সাংবাদিকদের সাথে উত্তেজিত হয়ে যায়।
এসময় পরিষদে সেবা নিতে আসা একাধিক নাগরিক বলেন, পরিষদে এসে চেয়ারম্যান, সচিব কাউকেই পাওয়া যায় না। একটা কাজের সাত বার আসতে হয় তারপরেও সেই কাজটি সম্পন্ন করতে পারি না।

শাহিনা আক্তার নামের এক নাগরিক বলেন, আমি বাড়ি থেকে পরিষদে আসতে আসা যাওয়ায় ৭০ টাকা খরচ হয়। আজকে সহ ৩ দিন আসছি তারপরও আমার কাজটি সম্পন্ন করতে পারি নাই। চেয়ারম্যান আসলে সচিব আসে না, সচিব আসলে উদ্যোক্তা আসে না। এ রকম সেবা দিলে আমরা কোথায় যাবো।

সেবা নিতে আসা রুবি আক্তার বলেন, আমি একটা জন্ম নিবন্ধন ঠিক করার জন্য উপরের স্যারকে দিছি ১০০, এই রুমের স্যারকে দিছি ১৫০ টাকা, সচিবকে দিছি ৫০০ টাকা তারপরও আমার কাজটি এখনো হচ্ছে না। আমারে শুধু ঘুমাচ্ছে।

এ বিষয়ে জানতে প্রশাসনিক কর্মকর্তা মাকসুদা আক্তারকে একাধিক বার ফোন করেও পাওয়া যায়নি।

রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম বলেন, আমি আজকে আসি নাই। আর সচিব আমার কাছ থেকে কোন ছুটি নেয় নাই। তাকে কথা বললেও শুনে না।

এবিষয়ে জানতে চাইলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, তার বিরুদ্ধে আমি আরো অভিযোগ শুনেছি। আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবো।