গাজী মো.রুবেল, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লায় চলতি মৌসুমে ধান কাটা শুরু হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটে পড়েছেন চাষীরা। সময় মতো ধান কাটা নিয়ে যখন তারা চিন্তিত, ঠিক সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে কৃষকের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্দ্যোগে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সকালে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি’র নের্তৃত্বে ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকায় কৃষকের ধান কেটে দেয় তারা।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে কৃষকের ধান কেটে দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছি। করোনাভাইরাসের এই সময়ে শ্রমিক সংকটের কারণে কৃষকরা তাদের ক্ষেতের ধান কাটতে পারছেন না। মানবিক কারণেই আমরা দরিদ্র কৃষকের পাশে দাড়িয়েছি এবং তাদের ধান কেটে দিচ্ছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাছান শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহিদুল হাছান পলাশ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মিশন, আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা মো: সুমন রেজা, সাইদুল ইসলাম সজিব, মোস্তফা সারওয়ার, এমরান হোসেন, আবু কাউছার, মো: শান্ত, রানা, শরিফ, শাকিল , নুরুল ইসলাম, রাসেল রানাসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।