ভুয়া আইনজীবী যুবলীগ নেতা ইমরানের ১৮ মাসের জেল

নিজস্ব প্রতিবেদক

৪০ লক্ষ টাকার প্রতারণা মামলায় যুবলীগ নেতা ইমরানের ১৮ মাসের জেল দিয়েছে কুমিল্লার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আদালত।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টায় বিষয়টি গণমাধ্যমে জানান মামলার বাদী পক্ষের আইনজীবী মোঃ আনোয়ার হোসেন স্বপন।

মামলার নথির তথ্যমতে, শাহ্ ইমরান মজুমদার কুমিল্লা লালমাই উপজেলার বড় ধর্মপুর গ্রামের মৃত আ. ছোবহানের ছেলে। তিনি নগরীর দক্ষিণ আশ্রাফপুরে বসবাস করেন। শাহ ইমরান সদর দক্ষিণের বারপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে যুবলীগের প্রার্থী ছিলেন।

 

মামলার বাদী রোকেয়া মজুমদার জানান,
আমার দেবর শাহ্ ইমরান মজুমদার একজন প্রতারক। তিনি যুবলীগের রাজনীতির করেন। সে প্রভাবে মানুষকে মামলা দিয়ে হয়রানি করেন। টাকা আদায় করতেন।

মামলার বিবাদী পক্ষের আইনজীবী আ. মতিন এ বিষয়ে গণমাধ্যমে কোন কথা বলেননি।

 

মামলার বাদী পক্ষের আইনজীবী আনোয়ার স্বপন জানান, এটি ৪০ লক্ষ টাকার একটি প্রতারণার মামলা ছিলো। বিজ্ঞ আদালত যাচাই করে, ৫ জন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ শেষে। আসামী
শাহ্ ইমরান মজুমদারকে ১৮ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও শাহ্ ইমরান মজুমদার নিজেকে বিজ্ঞ আইনজীবী পরিচয় প্রদান করতেন। আইনজীবী পরিচয়ে এলাকায় ভয়ভীতি প্রদর্শন করতেন। তার আইনী কোন সনদ নেই। বিষয়টি আমি বিজ্ঞবিচারের নিকট উপস্থাপন করেছি। আদালত যে, রায় দিয়েছে আমরা খুশি।