মনিরুল হক চৌধুরীর আবেদনে নিমসারে সাবরেজিস্ট্রি অফিস স্থাপনের অনুমোদন

হাসিবুল ইসলাম সবুজ।।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের বিএনপি দলীয় মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে অবশেষে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় সাবরেজিস্ট্রি অফিস (ক্যাম্প অফিস) স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার।

গত ৩০ অক্টোবর ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাসান মাহমুদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অনুমোদন প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার গোমতী নদীর দক্ষিণাঞ্চলের চারটি ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি সেবায় বঞ্চিত হয়ে আসছে। বিশেষ করে সাবরেজিস্ট্রি অফিসের কাজ সারতে তাদের উপজেলা সদর পর্যন্ত যেতে হয়, যা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অঞ্চলের মানুষ বহুদিন ধরে একটি পৃথক উপজেলা ও সাবরেজিস্ট্রি অফিস স্থাপনের দাবি জানিয়ে আসছে।

‘ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির’ ব্যানারে স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে আন্দোলন করে আসছিলেন। পরে তারা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে গত ২ জানুয়ারি মন্ত্রণালয়ে আবেদন করেন।

দীর্ঘ যাচাই-বাছাই শেষে অবশেষে মন্ত্রণালয় নিমসার এলাকায় পৃথক সাবরেজিস্ট্রি অফিস স্থাপনের অনুমোদন দেয়।

এই সিদ্ধান্তে গোমতীর দক্ষিণাঞ্চলে দেখা দিয়েছে আনন্দের বন্যা। এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মনিরুল হক চৌধুরীর প্রতি।

ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির যুগ্ম সদস্য সচিব সাংবাদিক আবু মুছা বলেন, সাবরেজিস্ট্রি অফিস আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। অবশেষে তা বাস্তবায়িত হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। মনিরুল হক চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের বহুদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। এতে এ অঞ্চলের মানুষের ভোগান্তি অনেকাংশে দূর হবে।

ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মুনতাকিম আহমেদ বলেন, সাবরেজিস্ট্রি অফিস আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। অবশেষে তা বাস্তবায়িত হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। মনিরুল হক চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের বহুদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। এতে এ অঞ্চলের মানুষের ভোগান্তি অনেকাংশে দূর হবে।

মনিরুল হক চৌধুরী বলেন, ওই উপজেলা আমার নির্বাচনী এলাকা নয়, কিন্তু মানুষ তাদের দাবি নিয়ে আমার কাছে এসেছে। আমি সবসময় মানুষের জন্য কাজ করতে ভালোবাসি। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছি এবং নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণ করেছি। অবশেষে অনুমোদন পাওয়া গেছে, এটাই সবচেয়ে বড় আনন্দ। জনগণের কল্যাণে কাজ করতে পারলেই আমি তৃপ্তি পাই। ভবিষ্যতেও কুমিল্লা-৬ আসন তথা পুরো কুমিল্লার উন্নয়নে কাজ করে যেতে চাই।